ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অায়োজনকরে ফেনী জেলা প্রশাসন
মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন :
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ফেনী জেলা প্রশাসন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
এরপর জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবময় দেওয়ান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, নির্বাহী ম্যাজেস্টট সহেল রানা প্রমুখ।
জেলা, উপজেলা প্রাশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার লোক শোভাযাত্রাটিতে অংশগ্রহন করে।
এছাড়াও দিবসটি উপলক্ষে ফেনীর সিনেমা হল গুলোতে ও রাতে ট্রাংক রোড়ের কুমিল্লা বাস স্ট্যান্ডে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন ছবিটি প্রদর্শিত হবে।